Welcome To Sheikh Russel Cantonment Public School and College
জাতি গঠনের শপথ নিয়ে ও অত্র এলাকায় শিক্ষার আলো ছড়াতে পূর্বাচলের জলসিঁড়িতে দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করলো “শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ”। শিক্ষার্থীদের মেধা বিকাশের জাতীয় মূল ধারার বাংলা শিক্ষাব্যবস্থায় সুশৃঙ্খল পরিবেশে ও নৈতিক আদর্শের মানুষ গঠনের উদ্দেশ্য নিয়ে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত। আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে, বিস্তৃত খোলা প্রান্তরে ২০১৮ সালে প্রায় ৩২৮ কাঠা জমিতে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।
“শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ”-এ এই বছর প্রথম শ্রেণি হতে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রভাতি শাখায় বাংলা মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। এই প্রতিষ্ঠানে দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি এবং তৃতীয় ধাপে একাদশ শ্রেণিতে সরাসরি ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। তবে একাডেমিক ভবনের উর্ধ্বমূখী সম্প্রাসরণ এবং আরো কিছু আনুসঙ্গিক বিষয়াদির উপর দ্বিতীয় ও তৃতীয় ধাপের বাস্তবায়ন নির্ভর করছে। প্রধান পৃষ্ঠপোষক, এরিয়া কমান্ডার, সদর দপ্তর, লজিস্টিক্স এরিয়ার পৃষ্ঠপোষকতায় এবং সভাপতি, স্কুল পরিচালনা পর্ষদ, কমান্ডার, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এর সুযোগ্য নেতৃত্ব ও যথাযথ দিক নির্দেশনায় বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। বর্তমানে এর প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন লে. কর্নেল (অব:) মুহাম্মদ আফজাল হোসেন, পিএসসি, জি+। একঝাক দক্ষ, নিবেদিতপ্রাণ, যোগ্য ও প্রশিক্ষিত শিক্ষক নিষ্ঠার সাথে পাঠদানে নিয়োজিত হতে যাচ্ছেন। ডিজিটাল কন্টেন্ট ও স্মার্টবোর্ড এর মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক সময়োপযোগী শিক্ষাদানের কার্যক্রম চলবে। শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যাবলিতেও এ প্রতিষ্ঠান অগ্রগামী থাকবে। এছাড়া স্কুলে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা থাকছে। “শিক্ষা, শৃঙ্খলা ও চরিত্র” -এই ত্রয়ীর সন্নিবেশে “শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে রয়েছে সবুজ মাঠ, সুদৃশ্য মূলভবন, আধুনিক পাঠাগার, দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা, কর্মসহায়ক দক্ষ কুশীলব ও সুযোগ্য নেতৃত্বের সুষম সমন্বয়ে সুশৃঙ্খল পরিবেশ।
শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ফি পরিশোধ করবেন যেভাবে
How to pay by t-cash How to pay by bKash-
14th June,2022
অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে ...Read more -
7th March,2022
Daily Routine Permanent ...Read more -
1st February,2022
Class Teacher List ...Read more