Welcome To Adamjee Cantonment Public School and College
জাতি গঠনের শপথ নিয়ে ও অত্র এলাকায় শিক্ষার আলো ছড়াতে পূর্বাচলের জলসিঁড়িতে দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করলো “আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জলসিঁড়ি”। শিক্ষার্থীদের মেধা বিকাশের জাতীয় মূল ধারার বাংলা শিক্ষাব্যবস্থায় সুশৃঙ্খল পরিবেশে ও নৈতিক আদর্শের মানুষ গঠনের উদ্দেশ্য নিয়ে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত। আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে, বিস্তৃত খোলা প্রান্তরে ২০১৮ সালে প্রায় ৩২৮ কাঠা জমিতে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।
“আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জলসিঁড়ি”-এ প্রথম হতে একাদশ শ্রেণি পর্যন্ত প্রভাতি ও দিবা শাখায় বাংলা মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। প্রধান পৃষ্ঠপোষক, এরিয়া কমান্ডার, সদর দপ্তর, লজিস্টিক্স এরিয়ার পৃষ্ঠপোষকতায় এবং সভাপতি, স্কুল পরিচালনা পর্ষদ, কমান্ডার, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর সুযোগ্য নেতৃত্ব ও যথাযথ দিক নির্দেশনায় বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। বর্তমানে কর্মরত আছেন লে. কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো, পিবিজিএম (অব.)। একঝাক দক্ষ, নিবেদিতপ্রাণ, যোগ্য ও প্রশিক্ষিত শিক্ষক নিষ্ঠার সাথে পাঠদানে নিয়োজিত হতে যাচ্ছেন। ডিজিটাল কন্টেন্ট ও স্মার্টবোর্ড এর মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক সময়োপযোগী শিক্ষাদানের কার্যক্রম চলবে। শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যাবলিতেও এ প্রতিষ্ঠান অগ্রগামী থাকবে। এছাড়া স্কুলে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা থাকছে। “শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা” -এই ত্রয়ীর সন্নিবেশে “আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জলসিঁড়িতে রয়েছে সবুজ মাঠ, সুদৃশ্য মূলভবন, আধুনিক পাঠাগার, দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা, কর্মসহায়ক দক্ষ কুশীলব ও সুযোগ্য নেতৃত্বের সুষম সমন্বয়ে সুশৃঙ্খল পরিবেশ।
Student Corner

Teacher Info

- Latest Notice
-
২য়, ৩য় ও ৬ষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি
April 24, 2025
-
দশম শ্রেণির পার্বিক পরীক্ষা-২০২৫ এর সময়সূচি
April 22, 2025
-
বার্ষিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৫
April 22, 2025
-
মার্চ ২০২৫ মাসের বেতন-বাসভাড়া (পূর্বের বকেয়াসহ) পরিশোধ প্রসঙ্গে।
March 20, 2025
-
প্রতিষ্ঠানের নাম পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি
March 12, 2025
- National Anthem
- IMPORTANT LINKS
- Academic Calendar
- Videos
- Publication
- Science Fiction
- Science Fiction
- Science Fiction
- Science Fiction