Message of Chairman

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম।
“শিক্ষাই জাতির মেরুদণ্ড” এই ধ্রুব সত্যকে অন্তরে ধারণ করে সেনাসদস্যদের সন্তানদের পাশাপাশি বেসামরিক পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ সৃষ্টি করে দেশের শিক্ষা কার্যক্রমে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজসমূহ বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। “শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ” সেনাবাহিনী কর্তৃক পরিচালিত তেমনই একটি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা খাতে বিশেষ অবদান রাখা এবং সুনাগরিক গড়ে তোলার দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে যাত্রা শুরু হয় এই প্রতিষ্ঠানের।

‘শিক্ষা, শৃঙ্খলা ও চরিত্র’ এই ত্রয়ীর সন্নিবেশে “শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ” প্রতিষ্ঠালগ্ন থেকে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে। সাধারণ শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তি নির্ভর জাতি গঠনে এই প্রতিষ্ঠান প্রতিজ্ঞাবদ্ধ।

একদা আমরা প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতকে বদলে দেয়ার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার সময় এখনই। তারই ধারাবাহিকতায় বিশ্বের সাথে নিজেদের পরিচিত করতে “শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ” চালু করেছে নিজস্ব ওয়েবসাইট। একটি ওয়েবসাইট একটি প্রতিষ্ঠানের আয়নাস্বরূপ। তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে এই ওয়েবসাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওয়েবসাইটটি প্রতিষ্ঠানের সাথে সকলের সেতুবন্ধন হিসেবে কাজ করবে। 

প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে আমি সবসময় এই প্রতিষ্ঠানকে সাফল্যের সর্বোচ্চ শিখরে দেখার আশা করি। আমি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্মচারী ও অভিভাবকসহ সকলের সুস্বাস্থ্য, উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি। 

ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মনোয়ারুল ইসলাম সরদার, এসইউপি, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল
চেয়ারম্যান
পরিচালনা পর্ষদ

Total Views : 3270

/ Academic / Message of Chairman
Suggested Video